এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, সাব-রেজিস্ট্রারের কার্যালয় বিরল,দিনাজপুর-এ 2012 খ্রি: থেকে 2022 খ্রি: পর্যন্তু যে সব রেজিস্ট্রার্ড মূল দলিল দাবিবিহিন অবস্থায় জমা আছে , দলিল ফেরতের মূল রশিদ জমাদান ও আনুষাঙ্গিক বকেয়া ফি (যদি থাকে) জমাদান সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিগনকে অফিস চলাকালীন সময়ে অত্র অফিস হতে মূল দলিল সংগ্রহ করার জন্য অনুরোধ করা হইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস